দৈনিক শাহানামা পত্রিকার ফটো সাংবাদিক আশরাফুল হক সুমনকে হাসপাতালে দেখতে গেলেন সাংবাদিক নেতৃবৃন্দ
আরিফ বরিশাল প্রতিনিধিঃ দৈনিক শাহনামা পত্রিকার ফটো সাংবাদিক আশরাফুল হক সুমন অসুস্থ হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে তাকে দেখতে যান বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সহ চার সদস্যের একটি প্রতিনিধি দল। আজ ১২ জানুয়ারি সোমবার দুপুরে প্রতিনিধি দলটি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সংশ্লিষ্ট ওয়ার্ডে গিয়ে আশরাফুল হক সুমনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন।
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি বলেন, একজন সাংবাদিক শুধু সংবাদ কর্মী নন, তিনি সমাজের দর্পণ। সহকর্মীর অসুস্থতায় আমরা তার পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব মনে করি। সভাপতি মোঃ ওয়াছেপ উদ্দিন আহমেদ (দীপু তালুকদার) ছাড়াও তার পাশে সঙ্গী ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এম, ডি নূর মোহাম্মদ আরিফ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক রানা সহ যুগ্মসাধারণ সম্পাদক জামাল-কাড়াল উপস্থিত ছিলেন।
তারা আশরাফুল হক সুমনের পরিবারের খোঁজ খবর নেন এবং পরিবার ও সহকর্মীরা সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকলের দোয়া ও শুভকামনায় দ্রুত সুস্থ হয়ে আবারো সাংবাদিকতার মাঠে ফিরে আসবেন এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
প্রকাশক: আফরোজা শারমিন (রিপা)
সম্পাদক: মোঃ ওয়াছেপ উদ্দিন আহমেদ (দীপু তালুকদার)
ঠিকানা- দক্ষিণ আলেকান্দা নুরিয়া হাই স্কুল এর পিছনে,
ডেঙ্গু সরদার রোড।