পারভেজ সরদার: বরিশাল নগরীর কাশিপুর বাজারে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
গত ২ জুলাই বুধবার বিকাল পাঁচটায় নগরির কাশীপুর বাজারে পাইওনিয়ার কম্পিউটারে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) আবদুল মতিন খান, সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সেবা নেওয়ার জন্য সাধারণ জনগণ।
জেলা প্রশাসক থাকাকালীন সময়ে তাৎক্ষণিক একজন গ্রাহক তার ভূমির নামজারি খতিয়ান ও ডিসিআর ফি প্রদান পরিশধের রশিদ গ্রহণ করেন। তখন প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী খুবই আনন্দ উল্লাসিত হয়েছেন।
তারা বলেন, আগে অনেক ভোগান্তিতে পড়তে হতো। এখন এই সেবাটি চালু হওয়ার কারণে আমাদের সময়, অর্থ এবং দালালের হয়রানী থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করবে। এ সময় জেলা প্রশাসককে মুহর্মূহ করতালী দিয়ে কৃতজ্ঞতা ও অভিবাদন জানায় এলাকাবাসী।