মো: জহিরুল ইসলাম বাপ্পি: ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার অন্তর্গত চাঁদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চর মোজাম্মেল গ্রামের ব্রিজের বেহাল দশা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জন্য এক দুর্বিষহ যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের প্রতিদিন এই ভাঙাচোরা ব্রিজ পেরিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া এক কঠিন চ্যালেঞ্জে পরিণত হয়েছে। গ্রামের প্রধান সড়কটিতে দুলাল বাজার থেকে দক্ষিণ দিকে তিন রাস্তার মোড়ে খালের উপর ব্রিজ। ব্রিজের দুই পার্শ্বের মাটি সরে গিয়ে জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। জোয়ারের সময় চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়ে। ফলে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় কৃষক, রোগী এবং সাধারণ মানুষকেও পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। এলাকাবাসীর অভিযোগ, বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও বাস্তবে তা বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যায় না। স্থানীয় এক বাসিন্দা বলেন, “বাচ্চারা স্কুলে যেতে গিয়ে ব্রিজ থেকে অনেক সময় পড়ে যায়। বৃষ্টির দিনে তো অবস্থা আরও করুণ হয়ে যায়। আমাদের অনুরোধ, সরকার যেন দ্রুত এই ব্রিজটি সংস্কার করে। অপরদিকে, উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েও বছরের পর বছর ধরে এমন অবহেলা প্রশাসনিক ব্যর্থতারই প্রতিফলন বলে মনে করছেন স্থানীয়রা। চর মোজাম্মেল গ্রামের এই অব্যবস্থাপনার স্থায়ী সমাধান ও অবিলম্বে ব্রিজ সংস্কারের দাবিতে এলাকাবাসী দ্রুত সরকারি হস্তক্ষেপ প্রত্যাশা করছে।