পারভেজ সরদার: বরিশাল বিমানবন্দর থানার চহুতপুর গ্রামের কাজী বাকের হোসেনের সংসারে একমাত্র উপার্জনক্ষম ছেলে ছিল বায়েজিদ হোসেন আকাশ। চাকুরী করতেন বরগুনার আমতলী বিদ্যুৎ অফিসের লাইনম্যান পদে। গত শুক্রবার বিকেলে ট্রান্সফরমার স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাইজিদ হোসেন (২৪) নিহত হন। আমতলীর কৃষ্ণনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরদিন জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কেননা অসুস্থ বাকের হোসেনের আয়ের একমাত্র অবলম্বন ছিল তার বড় ছেলে বায়েজিদ। তার অকাল মৃত্যুতে পুরো পরিবার যেন বাকরূদ্ধ। এমনকি বায়েজিদের মা, ছোটভাই লিখন সহ এলাকাবাসীও শোকাতিভুত।
আমতলী পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মো. আবুল কাসেম জানান, “ শুক্রবার বিকেল ৪টার দিকে ট্রান্সফরমার লাগানোর সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন বাইজিদ হোসেন। পরে দ্রুত তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নিহত বায়েজিদের একমাত্র ছোটভাই শাহরীয়া আহম্মেদ লিখন বলেন, আমাদের পরিবারের একমাত্র অবলম্বন ছিলেন তিনি। বাবা অসুস্থ। বায়েজিদ ভাইর মৃত্যুতে আমাদের পরিবারের ভবিষ্যৎ যেন ঘোর অমানিশার অন্ধকারে ঢেকে গেছে।