প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৪:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ
মহান বিজয় দিবসে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের শ্রদ্ধা নিবেদন

বরিশাল মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বরিশাল বিভাগীয় ঐক্য পরিষদ, সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বরিশাল ডিসি অফিস সংলগ্ন বিজয় স্তম্ভের বেদীতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির সংবাদকর্মীরা। এর আগে বিজয় র্যালিতে অংশ নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাংবাদিকরা পুস্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবরতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি ওয়াছেপ উদ্দিন আহমেদ দীপু তালুকদার, সহ-সভাপতি ফটোসাংবাদিক মোঃ লিটন, যুগ্ম সাধারন সম্পাদক নূর মোহাম্মদ আরিফ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক রানা, সদস্য আরিফ তালুকদার, সদস্য ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, সদস্য বসির, সদস্য সোহাগ খান, সদস্য জলিল, সদস্য সোহেল রানা, সদস্য সিনিয়র ফটোসাংবাদিক মোঃ মিলন, সদস্য মোঃ মহসিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি বলেন, আমরা যেন কোন বিজয়ের ইতিহাস ভূলে না যাই এবং বিকৃত না করি। বিজয় ও শহীদদের স্মৃতিগুলি লিখনির মাধ্যমে জাতির কাছে পৌছে দিতে সংগঠনের সকল সাংবাদিক নেতৃবৃন্দকে আহবান করেন।
প্রকাশক: আফরোজা শারমিন (রিপা)
সম্পাদক: মোঃ ওয়াছেপ উদ্দিন আহমেদ (দীপু তালুকদার)
ঠিকানা- দক্ষিণ আলেকান্দা নুরিয়া হাই স্কুল এর পিছনে,
ডেঙ্গু সরদার রোড।
ওয়েব ডেভেলপ বাই- ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক