ফ্রেন্ডস-০৩” এর পক্ষ থেকে বাবুগঞ্জ উপজেলা ইউএনও মহোদয়কে স্মরণিকা ও সম্মাননা ক্রেস্ট প্রদান
মোঃ আল মামুনঃ বাবুগঞ্জ উপজেলার এসএসসি ২০০৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত “ফ্রেন্ডস-০৩, ঈদ পূর্ণমিলনী ২০২৫”-এ প্রকাশিত স্মরণিকা ও কৃতজ্ঞতা স্বরূপ সম্মাননা ক্রেস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়কে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে।
“ফ্রেন্ডস-০৩” এর পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. তৌহিদুল ইসলাম, সদস্য সচিব ইঞ্জিনিয়ার আল মামুন, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম পলাশ, রফিকুল ইসলাম রাফিল, সাংবাদিক সাইফুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য সক্রিয় সদস্যবৃন্দ।
এই সম্মাননা প্রদানের সময় “ফ্রেন্ডস-০৩” এর পক্ষ থেকে জানানো হয়—“উপজেলার সার্বিক উন্নয়ন এবং যুব সমাজকে উৎসাহিত করতে ইউএনও মহোদয়ের অবদান অনস্বীকার্য। তাঁর প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশের একটি ক্ষুদ্র প্রয়াস এই স্মরণিকা ও সম্মাননা।”
ফ্রেন্ডস-০৩ বন্ধুরা অঙ্গীকার করেন— “ভবিষ্যতে আমরা ‘ফ্রেন্ডস-০৩ ফাউন্ডেশন’ গঠন করবো এবং এই বন্ধুত্বের বন্ধন থাকবে চিরকাল অটুট।”
প্রকাশক: আফরোজা শারমিন (রিপা)
সম্পাদক: মোঃ ওয়াছেপ উদ্দিন আহমেদ (দীপু তালুকদার)
ঠিকানা- দক্ষিণ আলেকান্দা নুরিয়া হাই স্কুল এর পিছনে,
ডেঙ্গু সরদার রোড।