নলছিটি উপজেলার ক্রীড়াঙ্গনে ব্যতিক্রমী মাত্রা যোগ করে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘নজরুল ইসলাম শাহীন তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২০২৫ এর ফাইনাল। ২৫ জুলাই বিকাল সাড়ে ৩টায় তালতলা বিজি ইউনিয়ন একাডেমি মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় মজকূনী একাদশ ও বরিশাল মুহাইমিন এক্সপ্রেস। বিদেশি খেলোয়াড়সহ জাতীয় দলের সদস্যদের অংশগ্রহণে ম্যাচটি ছিল জমজমাট। বৃষ্টির মধ্যেও দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিদেশি খেলোয়াড়দের নিয়ে গঠিত মজকূনী একাদশ জয় পেয়ে শিরোপা অর্জন করে। আয়োজনে সভাপতিত্ব করেন সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব মো. মনিরুজ্জামান তালুকদার খোকন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন, ঝালকাঠি জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব কবির হোসেন জোমাদ্দার, উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক আ. কাদের খান, মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, বিএনপি নেতা মাসুম বিল্লাহ স্বপন, আ. লতিফ মোল্লা, মো. সাঈদুল ইসলাম ও মো. শামীম প্রমুখ। বক্তব্যে ব্যবসায়ী কবির জোমাদ্দার জানান, আগামী ২০২৬ সালের শাহীন তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সম্পূর্ণ ব্যয়ভার তার প্রতিষ্ঠান ‘শুকতারা ব্রিকস’ বহন করবে। পাশাপাশি দেশ ও বিদেশ থেকে আরও উন্নতমানের খেলোয়াড় আনার ক্ষেত্রে তিনি সার্বিক সহযোগিতা করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম শাহিন তালুকদার এ-র পিতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার, ভাই বাদল তালুকদার, মিজানুর রহমান বাবলু তালুকদার, পুত্র ঈশান তালুকদারসহ পরিবারের সদস্যরা। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ন দলকে ৬০ হাজার ও রানারআপ দলকে ৪০ হাজার টাকার সঙ্গে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজকরা জানান, ক্রীড়াঙ্গন বিকাশে এমন আয়োজন নিয়মিত করা হবে।
প্রকাশক: আফরোজা শারমিন (রিপা)
সম্পাদক: মোঃ ওয়াছেপ উদ্দিন আহমেদ (দীপু তালুকদার)
ঠিকানা- দক্ষিণ আলেকান্দা নুরিয়া হাই স্কুল এর পিছনে,
ডেঙ্গু সরদার রোড।