মো: জহিরুল ইসলাম বাপ্পি, ভোলা
বোরহানউদ্দিন মিডিয়া হাউজের উদ্যোগে সাংবাদিকতা ও সোশ্যাল মিডিয়া বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবীন-প্রবীণ মিডিয়া কর্মীরা এতে অংশগ্রহণ করেন। দৈনিক সংগ্রাম পত্রিকার দৌলতখান উপজেলা প্রতিনিধি মাওলানা আশরাফ উদ্দিন ফারুক এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু হয়। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক নয়াদিগন্তের বরিশাল ব্যুরো প্রধান ও দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার সম্পাদক আজাদ আলাউদ্দিন। তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের বাস্তব চিত্র তুলে ধরে অসুস্থ সমাজকে সুস্থ সমাজে রূপান্তরের চেষ্টা করাই প্রকৃত সাংবাদিকতার সফলতা। সাংবাদিকতাকে পেশার পাশাপাশি ইবাদতের মাধ্যম হিসেবেও গ্রহণ করার আহ্বান জানান তিনি। এছাড়াও প্রেস রিলিজ, খবর সংগ্রহ ও লেখার কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন দৈনিক আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ ইউনুছ শরীফ। ডিজিটাল ক্যাম্পেইন: প্রয়োজনীয়তা ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন মোঃ শাহে আলম, সদস্য সচিব, ভোলা ফোরাম ঢাকা। কর্মশালার শেষ অধিবেশনে বোরহানউদ্দিন মিডিয়া হাউজের উপদেষ্টা অধ্যাপক মাওলানা মোঃ মাকসুদুর রহমান দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সাংবাদিকদের যথার্থ ভূমিকা পালনের আহ্বান জানান।