১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৭:৫৬
শিরোনামঃ
বাহরে শরীয়ত, মুজাদ্দেদে জামান, মাওলানা শাহ্ সূফি মোহাম্মদ মোহেব্বুল্লাহ ছাহেব (রহঃ) একটি জীবন ও আদর্শ বার্তা প্রবাহ ২১ বছরে পদার্পণ উপলক্ষে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ওয়াছেপ উদ্দিন আহমেদ (দীপু তালুকদার) কে সম্মাননা স্মারক প্রদান বার্তা প্রবাহ ২১ বছরে পদার্পণ উপলক্ষে ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক রানাকে সম্মাননা স্মারক প্রদান বরিশাল কাশিপুরে ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন করলেন জেলা প্রশাসক নানা আয়োজনে বার্তা প্রবাহের ২১ বছর পদার্পন দিবস উদযাপিত জামায়াত আমির: ইসির সক্ষমতা যাচাইয়ে আগে স্থানীয় সরকার নির্বাচনের বিকল্প নেই ১৬ দফা ঘোষণা ইসলামী আন্দোলনের সব কোচিং সেন্টার ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ প্রাণিসম্পদ উপদেষ্টা: পশু খাদ্যকে কোনোভাবেই মৎস্য খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে না ইরান মোসাদের ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তারের দাবি

টাঙ্গাইলের তাঁতের ছোঁয়ায় জীবনের বুনন

প্রতিবেদকঃ
  • আপডেটঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৪০ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ  গৌরাঙ্গ বিশ্বাস

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:- মধুপুর গড়, লালমাটি, টাঙ্গাইলের জমিদার বাড়ী, করোটিয়া জমিদার বাড়ি, ছাওয়ালী মহেরা জমিদার বাড়ি, আটিয়া মাজার ও আটিয়া জমিদার বাড়ি, সন্তোসের জাহান্নাবি জমিদার বাড়ি, হেমনোগর জমিদার বাড়ি, সাবেক স্পিকার ও সাবেক বিচারপতি আব্দুল হামিদ চৌধুরীর বাড়ি টাঙ্গাইলের নাগবাড়ি তেই অবস্থিত, ব্রাম্মনশাসন জমিদার বাড়ি, এলেঙ্গা মৃত দেবশ ভট্টাচার্য এর জমিদার বাড়ি, ধনবাড়ি নবাব বাড়ি, সাবেক LMA শুডাংশু শেখর সাহা এর বাড়ি বল্লা, টাঙ্গাইলের সন্তোষে বাস করতেন মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাষানি, টাঙ্গাইলের মির্জাপুরে বসত করেন দানবীর রনোদা প্রসাদ সাহা, তিনি কুমুদনী কল্যাণ ট্রাস্ট নামে ট্রাস্ট প্রতিষ্ঠা করেন যার মধ্যে রয়েছে স্কুল, কলেজ, হাসপাতাল সহ আরও অনেক প্রতিষ্ঠান, তৎকালীন সময়ে সব চাইতে বড় মজজিদ নির্মাণ করেন টাঙ্গাইলের কালিহাতী থানার বল্লায় মহামোদি সমাজ স্থাপন করে, বল্লা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন নবীন সাহা, নবীন সাহার মঠ এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভরবাড়ি গুজাবিলের পাড়ে, এরকম অনেক খাল বিল মঠ মন্দির প্রায় বিলুপ্তির পথে আর চরভর পাহাড়ে ঘেরা টাঙ্গাইল শুধু ভূপ্রকৃতিতেই নয়, শিল্প-সংস্কৃতিতেও অনন্য। এ জেলার অন্যতম গৌরবের উৎস তাঁতশিল্প। কালিহাতী, দেলদুয়ার, গোপালপুর, নাগরপুর, ভূঞাপুর, সখিপুর এবং সদর উপজেলার বল্লা, রানধুনী, হাজরাপাড়া, কাঞ্চনপুরসহ বহু গ্রামে আজও বুনে চলেছে তাঁতের সুতোয় জীবনের গল্প।

একসময় টাঙ্গাইলের প্রায় প্রতিটি ঘর থেকেই ভেসে আসত তাঁতের ছন্দ। এখনো বল্লার অলিগলি দিয়ে হাঁটলে শোনা যায় সেই টুকটুক শব্দ, যা বলে দেয় এখানকার মানুষ আজও জীবন গাঁথে তাঁতের ফ্রেমে।

টাঙ্গাইলের তাঁতশিল্প শুধু শাড়ি, থ্রিপিস বা গামছা বানায় না; এটি বুনে চলে ইতিহাস, ঐতিহ্য, স্বপ্ন আর আত্মপরিচয়ের জাল। সাদামাটা সুতো থেকে তৈরি হয় টাঙ্গাইলের বিখ্যাত জামদানি, তাঁতের শাড়ি, কাঠের তাঁতে বোনা প্রাচীন প্যাটার্ন কিংবা আধুনিক ডিজাইনের মিশ্রণ।

বল্লার তাঁতশিল্পী আব্দুল খালেক মণ্ডল বলেন, আমার দাদার সময় থেকে এই কাজ করে আসছি। এখন কষ্ট আছে, দাম বাড়ছে কাঁচামালের, কিন্তু এটাই আমাদের রক্তের সঙ্গে মিশে আছে।

বর্তমানে দুই ধরণের তাঁতের ব্যবহার দেখা যায়—একদিকে ঐতিহ্যবাহী কাঠের হ্যান্ডলুম, অন্যদিকে আধুনিক পাওয়ারলুম। এই দুইয়ের সংমিশ্রণেই সৃষ্টি হচ্ছে নতুন ধরণের তাঁতপণ্য। কিন্তু এই শিল্পের বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দালালদের দৌরাত্ম্য, এবং তরুণ প্রজন্মের আগ্রহহীনতা।

তবুও হাল ছাড়েননি অনেকে। কেউ উদ্যোক্তা হয়েছেন, কেউ আবার ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের তাঁতপণ্য পৌঁছে দিচ্ছেন ঢাকাসহ দেশের নানা প্রান্তে। পুরোনো ডিজাইনের সঙ্গে মিশছে নতুন রঙ, নতুন রূপ। মেলায় যাচ্ছে, বিদেশেও যাচ্ছে টাঙ্গাইলের তাঁতের ঐতিহ্য।

তাঁতের সঙ্গে বাঁচা এই জীবন শুধুই পেট চালানোর গল্প নয়, বরং এটি একটি জাতিসত্তার অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম। প্রয়োজন সম্মিলিত সহায়তা, প্রযুক্তি হস্তান্তর, নীতিগত সহযোগিতা আর আগ্রহী হৃদয়ের স্পর্শ।

এই তাঁতশিল্প বাঁচলে বাঁচবে টাঙ্গাইলের আত্মা। আর তাঁতের শব্দে বাজবে জীবনের জয়গান।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo