চীনা ইন্টারনেট এবং প্রযুক্তি কোম্পানি জায়ান্ট টেনসেন্ট এর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সরকার। মার্কিন জায়ান্ট স্টারলিংক এর মতো তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী – ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি বলেন, বাংলাদেশে ইতিমধ্যে এসেছে মার্কিন জায়ান্ট স্টারলিংক, সোমবার তাদের লাইসেন্স আবেদন অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা।
বাংলাদেশে বিগ টেক জায়ান্ট আসার যাত্রাটা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের হাত ধরেই শুরু হলো। এভাবে আরো অনেকেই আসবে।
তিনি আরো বলেন – আজ আমরা চাইনিজ জায়ান্ট টেনসেন্ট এর সাথে অফিশিয়ালি বসেছি। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে।
আমরা তাদেরকে দ্রুততম সময়ে পলিসি সাপোর্টের আশ্বাস দিয়েছি।
টেনসেন্ট (Tencent- 腾讯) হল একটি বিশ্ব-নেতৃস্থানীয় ইন্টারনেট এবং প্রযুক্তি কোম্পানি যা সারা বিশ্বের মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য উদ্ভাবনী পণ্য এবং পরিষেবা তৈরি করে।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত টেনসেন্টের প্রধান কার্যালয় চীনের শেনজেনে অবস্থিত। এর মূলনীতি হলো প্রযুক্তির ভালো ব্যবহার।
টেনসেন্ট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও গেম এবং অন্যান্য উচ্চমানের ডিজিটাল সামগ্রী ও প্রকাশ করে, যা বিশ্বজুড়ে মানুষের জন্য ইন্টারেক্টিভ বিনোদন অভিজ্ঞতা সমৃদ্ধ করে।