১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩২
শিরোনামঃ
ফ্রেন্ডস-০৩” এর পক্ষ থেকে বাবুগঞ্জ উপজেলা ইউএনও মহোদয়কে স্মরণিকা ও সম্মাননা ক্রেস্ট প্রদান ঈদে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক: স্বরাষ্ট্র উপদেষ্টা জরুরি সতর্কতা জারি স্বাস্থ্য অধিদপ্তরের সেনাবাহিনীর অবদানের কথা কখনো ভুলবে না গাইবান্ধার রাজু নগরীর পাবলিক স্কয়ার পরিদর্শনে প্রশাসক রায়হান কাওছার -দ্রুত সংস্কারের আশ্বাস গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত অন্তত ১০ নলছিটি উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সাবেক ছাত্র নেতা মোঃ সায়েম মল্লিক আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া খালেদা জিয়ার হাতে গণপূর্ত উপদেষ্টা গুলশানের বাড়ির কাগজ তুলে দিলেন পবিত্র হজ আজ, ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর হবে আরাফাত

খালেদা জিয়ার হাতে গণপূর্ত উপদেষ্টা গুলশানের বাড়ির কাগজ তুলে দিলেন

মোঃ আল মামুন
  • আপডেটঃ বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১২৮ পঠিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজ পৌঁছে দিয়েছে সরকার।

বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে নামজারির কাগজ তুলে দেন। এ সময় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, উপদেষ্টা আদিলুর রহমান খানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসেছিলেন। আধা ঘণ্টার মতো তারা ছিলেন। এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। বাড়ির নামজারির কাগজ হস্তান্তরের বিষয়ে তিনি বলেন, উপদেষ্টা কিছু কাগজ নিয়ে এসেছিলেন। সেগুলো দিয়েছেন। তবে এটা কীসের কাগজ, তা তিনি জানেন না।

১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় দেড় বিঘা জমির ওপর অবস্থিত ওই বাড়ি বরাদ্দ দেওয়া হয়। বাড়িটি খালেদা জিয়া গুলশানে ‘ফিরোজা’ নামের যে বাড়িতে থাকেন, সেটির কাছেই। এর বাইরে ঢাকা সেনানিবাসের ভেতরও আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল।

তবে বিগত আওয়ামী লীগ সরকার সেনানিবাসের বাড়িটির বরাদ্দ বাতিল করে। সরকারের সূত্র জানায়, গুলশানের বাড়িটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিয়ন্ত্রণেই আছে। তবে তাঁর নামে নামজারি করা ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর খালেদা জিয়ার নামে বাড়িটি নামজারি করা হয়।

গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার বাড়ির নামজারির বিষয়টি আগেই সম্পন্ন করেছে সরকার। আনুষ্ঠানিকভাবে নামজারির কাগজটি খালেদা জিয়ার হাতে তুলে দিতে চেয়েছে সরকার। কিন্তু খালেদা জিয়ার শারিরীক অবস্থার কারণে এই আনুষ্ঠানিকতা দেরি হয়।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo