বরিশাল নগরীর সদর রোড বিবিপুকুর পাড় এলাকার ঐতিহ্যবাহী পাবলিক স্কয়ার পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক রায়হান কাওছার । গতকাল সন্ধ্যায় পরিদর্শনে আসলে তিনি দেখতে পান অনেক দিন বন্ধ থাকায় পাবলিক স্কয়ারের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঐতিহ্যবাহী বিবিপুকুরের পাবলিক স্কয়ার টি নগরীর কয়েক হাজার মানুষের যোগাযোগ ও বিনোদনের একমাত্র ভরসা, এখানে প্রতিদিন শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ জনগণ নিত্য প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে এসে বিনোদনের আড্ডায় মেতে ওঠেন।
৫ জুন সন্ধ্যায় সরেজমিনে পরিদর্শন করেন এবং পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা ও ঘুরতে আসা মানুষজন উপস্থিত ছিলেন। তারা দীর্ঘদিনের এই অবহেলিত পরে থাকা পাবলিক স্কয়ারের দুর্দশার চিত্র তুলে ধরেন এবং দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
বিসিসির প্রশাসক ও বিভাগীয় কমিশনার রায়হান কাওছার বলেন, “এটি একটি বিনোদন কেন্দ্র এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এসে হাটে গল্প করে আড্ডা দেয় চা খায়। এটি নগরির ও পার্শ্ববর্তী এলাকার মানুষের অন্যতম প্রাণকেন্দ্র এবং মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ওতপ্রোতভাবে জড়িত। আমি ব্যক্তিগতভাবে বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছি এবং অতি দ্রুত এর পুনসংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, এক সময় এই পাবলিক স্কয়ার টি অনেক জমজমাট ছিল মানুষের সমাগম ছিলো কিন্তু অনেকদিন পরিত্যক্ত থাকায় রক্ষণাবেক্ষণের অভাবে এখন সেটি বিনোদনের অনুপযোগী হয়ে পড়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, বিসিসি প্রশাসনের এ উদ্যোগ অচিরেই বাস্তবে রূপ নেবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।