১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৫৪
শিরোনামঃ
দৈনিক শাহানামা পত্রিকার ফটো সাংবাদিক আশরাফুল হক সুমনকে হাসপাতালে দেখতে গেলেন সাংবাদিক নেতৃবৃন্দ বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি মরহুম সাংবাদিক হাফেজ খলিলুর রহমানের রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বরিশালে বরিশাল জেলা সমাজসেবা কমপ্লেক্সের সহকারী পরিচাল কে ফুলেল শুভেচ্ছা কবি নজরুলের সমাধির পাশে সমাহিত করা হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বরিশাল ডিসি লেকের প্রাচীর নির্মান বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ইন্তেকাল করেছেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ‘র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। বরিশালে হেযবুত তওহীদের মতবিনিময়

আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটঃ বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৪২০ পঠিত

জিলহজ মাসের ৯ তারিখ আরাফা দিবস। এটি অত্যন্ত মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ দিন। আরাফাতের দিনটি মূলত হজের দিন। যে ব্যক্তি আরাফাতের দিনের যেকোনো সময় আরাফাতের ময়দানে উপস্থিত থাকেব তার হজের মূল কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে।

হাদিসে শরিফে এসেছে, উরওয়া ইবন মুদারিস (রা.) বলেন, আমি মুজদালিফায় রাসুলুল্লাহ (সা.)-এর খিদমতে উপস্থিত হয়ে বললাম, হে আল্লাহর রাসুল! আমি তাঈ গোত্রের দুই পাহাড় থেকে এসেছি। আর আমি কোনো পাহাড়ে অবস্থান বাদ দিইনি; এ অবস্থায় আমার কি হজ আদায় হয়েছে? রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি আমাদের সঙ্গে এই সালাত আদায় করেছে আর এর আগে আরাফায় অবস্থান করেছে—দিনে বা রাতে, তার হজ পূর্ণ হয়েছে এবং সে তার ইহরাম শেষ করেছে।’ (নাসাঈ, হাদিস : ৩০৪৪)

আরাফাত দিবসে বান্দার দিকে প্রবল বেগে আল্লাহর রহমতের জোয়ার আসে। অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করে থাকেন এই দিনে।

আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আরাফার দিনের মতো আর কোনো দিন এত বেশি পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। এই দিন আল্লাহ দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন। আল্লাহ বলেন, কী চায় তারা?’ (মুসলিম, হাদিস : ১৩৪৮)

জাবের (রা.) থেকে বর্ণিত আরেক বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা নিকটতম আসমানে আসেন এবং পৃথিবীবাসীকে নিয়ে আসমানের অধিবাসী অর্থাৎ ফেরেশতাদের সঙ্গে গর্ব করেন। বলেন, দেখো তোমরা, আমার বান্দারা উষ্কখুষ্ক চুলে, ধুলোয় মলিন বদনে, রোদে পুড়ে দূর-দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে।

তারা আমার রহমতের প্রত্যাশী। অথচ তারা আমার আজাব দেখেনি। ফলে আরাফার দিনের মতো আর কোনো দিন এত বেশি পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। (ইবনে হিব্বান, হাদিস : ৩৮৫৩)

আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া

হাদিস শরিফে আরাফাতের দিনের দোয়াকে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে। নবীজি (সা.) বলেন, শ্রেষ্ঠ দোয়া আরাফাতের দোয়া।

দোয়া হিসেবে সর্বোত্তম হলো ওই দোয়া, যা আমি এবং আমার পূর্ববর্তী নবীরা করেছেন।
তা হলো-

لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: ‘লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শায়ইন কাদির।’

অর্থ : আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তাঁরই, সমস্ত প্রশংসাও একমাত্র তাঁর  জন্য, আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। (তিরমিজি, হাদিস : ৩৫৮৫)

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo